বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত


প্রকাশিত:
৭ জুন ২০২২ ০০:৩৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৯:৫৫

জনতা ব্যাংক লিমিটেডের বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তরের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রাজধানীর বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ব্যাংকের এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি বলেন, খেলাপি ঋণ হ্রাসে সবাইকে একযোগে কাজ করতে হবে। যথাযথ আইনি পদক্ষেপ নিয়ে খেলাপি ঋণ আদায়ে জোর তৎপরতা অব্যাহত রাখতে হবে। স্বল্প সুদের আমানত সংগ্রহ, সিএমএসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডিএমডি মো. আব্দুল জব্বার, শেখ মো. জামিনুর ও মো. আসাদুজ্জামান এবং সিএফও মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ বক্তব্য রাখেন।

বিভাগীয় কার্যালয়ের জিএম ছগীর আহমেদের সভাপতিত্বে আরএমডির জিএম মো. রমজান বাহার,সংশ্লিষ্ট নির্বাহী, সকল শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


সম্পর্কিত বিষয়:

জনতা ব্যাংক লিমিটেড

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top