বুধবার, ১৬ই এপ্রিল ২০২৫, ৩রা বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


জ্বালানি সংকটে ব্যক্তিগত গাড়ি সপ্তাহে এক দিন বন্ধ রাখার দাবি


প্রকাশিত:
৩১ জুলাই ২০২২ ০২:৪৭

আপডেট:
৩১ জুলাই ২০২২ ০২:৫৩

 ছবি : সংগৃহীত

জ্বালানি সংকট মোকাবেলায় সপ্তাহে এক দিন ব্যক্তিগত গাড়ি ব্যবহার বন্ধ রাখার দাবি জানিয়েছে পরিবেশবাদী ১০টি সংগঠনের নেতারা। আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান তারা।

এ ছাড়াও তারা জ্বালানি সংকট মোকাবেলায় ব্যক্তিগত গাড়ি আমদানিতে কর বৃদ্ধি, ব্যক্তিগত গাড়িবান্ধব অবকাঠামো (এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার) নির্মাণ থেকে বিরত থাকা, যাতায়াতের ক্ষেত্রে গণপরিবহনকে প্রাধান্য দিয়ে পরিকল্পনা করা, পথচারীর উপযোগী করে ফুটপাত নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা, স্বল্প দূরত্বে হেঁটে সাইকেলে ও রিকশায় যাতায়াতের উপযোগী অবকাঠামো তৈরি করা, ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ করা, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিষিদ্ধ করার সুপারিশ করেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ব্যক্তিগত যানবাহনের ব্যবহার বৃদ্ধির ফলে দেশের জ্বালানি সংকট আরো প্রকট আকার ধারণ করতে পারে। ব্যক্তিগত গাড়ির অধিক ব্যবহারের ফলে জ্বালানি অপচয়, রাস্তায় বেশি জায়গা দখলের মাধ্যমে ভয়াবহ যানজট সৃষ্টি, শব্দ ও বায়ুদূষণ, দুর্ঘটনা ইত্যাদি বৃদ্ধি পায়।

ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের মাধ্যমে জ্বালানি অপচয় রোধের পাশাপাশি স্বাস্থ্য ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব রাখা এবং সামগ্রিকভাবে নগরীতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ এবং হেঁটে ও সাইকেলে যাতায়াতের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে জ্বালানি সংকট মোকাবেলায় উল্লেখযোগ্য ভূমিকা পালন সম্ভব।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করা সংগঠনগুলো হলো : পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), প্রত্যাশা মাদক বিরোধ সংগঠন, মানবাধিকার উন্নয়ন কেন্দ্র, রায়ের বাজার উচ্চ বিদ্যালয়, ঢাকা আইডিয়াল ক্যাডেট ঘুম, ধানমণ্ডি কচিকণ্ঠ হাই স্কুল, ছায়াতল বাংলাদেশ দি ইনস্টিটিউট অব ওয়েবিইং বাংলাদেশ (আইডাব্লিউবি), কারফ্রি সিটিস অ্যালায়েন্স বাংলাদেশ, বাংলাদেশ ইয়ুথ ক্লাইমেট নেটওয়ার্ক (বিওয়াইসিএন) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top