করোনা ভাইরাস
কঠোর স্বাস্থ্যবিধি মেনে খুলছে আমিরাতের স্কুল
প্রকাশিত:
২৮ আগস্ট ২০২০ ২২:২৫
আপডেট:
২৮ আগস্ট ২০২০ ২২:৫১

কঠোর স্বাস্থ্যবিধি মেনে সংযুক্ত আরব আমিরাতের সব স্কুল খোলার নির্দেশনা দেয় দেশটির শিক্ষামন্ত্রণালয়।
আগামী ৩০ আগস্ট থেকে মধ্যপ্রাচ্যের এ দেশটির নার্সারি ও স্কুল খুলে দেওয়া হবে। তবে শিক্ষার্থীরা চাইলে অনলাইন ক্লাসেও অংশগ্রহণ করতে পারবে।
স্কুলের সব শিক্ষক, শিক্ষার্থী ও বাবা-মা, প্রতিষ্ঠানের সব কর্মচারীর স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়। প্রতিষ্ঠানের ক্লাসরুম, শিক্ষার্থীদের বসার স্থান ও যাতায়াতের যানবাহন নিয়মিত জীবনু মুক্ত করা হবে।তাছড়া সবার তাপমাত্রা প্রতিনিয়ত পরিমাপ নিশ্চিত করা হবে। একে অপরের থেকে দেড় মিটার দূরত্ব, হাত ধোয়া, মাস্ক পরিধানসহ সব রকম স্বাস্থ্যবিধির কঠোর অনুসরণ করা হবে। প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিশেষ দল।
করোনা ভাইরাস সংক্রমনরোধে গত মার্চ থেকে বিশ্বের অন্যান্য দেশের মতো আরব আমিরাতের সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়। আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গতকালের সর্বশেষ তথ্য মতে করোনায় আক্রন্তের সংখ্যা ৬৮ হাজার ৫১১ জন। এদের মধ্যে সুস্থ হন ৫৯ হাজার ৪৭২ জন এবং মৃত্যু বরণ করেন ৩৭৮ জন।
সূত্র : গালফ নিউজ
সম্পর্কিত বিষয়:
করোনা ভাইরাস
আপনার মূল্যবান মতামত দিন: