করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির বিশেষ নির্দেশনা
প্রকাশিত:
১১ মার্চ ২০২০ ০২:৩৮
আপডেট:
১২ মার্চ ২০২৫ ১৭:১১

সময় নিউজ: করোনা ভাইরাসের কারণে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রয়োজন না থাকায় এই ভাইরাস মোকাবিলায় বিশেষ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। মঙ্গলবার (১০ মার্চ) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সচেতন করতে এই নির্দেশনা দেন।
নির্দেশনায় বলা হয়, মাউশির অধিনস্ত দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের করোনাভাইরাসের ব্যাপারে সচেতন হতে হবে। বর্তমান পরিস্থিতিতে সচেতন ও সচেষ্ট থাকা প্রয়োজন। করোনাভাইরাস আক্রান্তের লক্ষণ, যেভাবে ছড়ায় এবং এর প্রতিকার উল্লেখ করে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে ঐই নির্দেশনায়।
পরিস্থিতি মোকাবিলায় আইইডিসিআর করোনাভাইরাসের তথ্য সম্বলিত নির্দেশনা মেনে চলার অনুরোধ এবং আতঙ্ক ও ভীত না হওয়ার আহ্বানও জানানো হয়েছে। কেউ আক্রান্ত হলে কিংবা সম্ভাব্য লক্ষণ দেখা গেলে আইইডিসিআ ‘র করোনা কন্ট্রোল রুমে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
নির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধে কিছু দিক নির্দেশনা দেয়া হয়। তা হলো-
প্রতিরোধে করণীয়
>ব্যক্তিগত সচেতনতা
> ঘন ঘন সাবান ও পানি দিয়ে হাত ধুতে হবে (অন্তত ২০ সেকেন্ড যাবৎ);
> অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা যাবে না;
> ইতোমধ্যে আক্রান্ত এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে;
> কাশি শিষ্টাচার মেনে চলতে হবে (হাঁচি/কাশির সময় বাহু/টিস্যু/কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখতে হবে);
> অসুস্থ পশু-পাখির সংস্পর্শ পরিহার করতে হবে;
> জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকুন এবং প্রয়োজন ব্যতীত এ সময়ে ভ্রমণে নিরুৎসাহিত করতে হবে;
> প্রয়োজন ছাড়া যেকোনও জনসমাগম এড়িয়ে চলতে হবে;
সন্দেহভাজন রোগীর ক্ষেত্রে করণীয়
> অসুস্থ রোগীকে ঘরে থাকতে বলুন;
> মারাত্মক অসুস্থ রোগীকে নিকটস্থ সদর হাসপাতালে যেতে বলুন;
> রোগীকে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন;
> রোগীর নাম, বয়স, যোগাযোগের জন্য পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর সংরক্ষণ করুন এবং
> আইইইডিসিআর-এর করোনা কন্ট্রোল রুমে (০১৭০৫-৭০৫৭৭) এবং হটলাইন নম্বরে (১৪৩৭-১১০০১৯, ০১৯৩৭-০০১১, ০১৯২-১১৭৮৪, ০১৯২৭-৭১১৭৫) যোগাযোগ করুন।
সম্পর্কিত বিষয়:
করোনা ভাইরাস
আপনার মূল্যবান মতামত দিন: