শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার: শিল্পমন্ত্রী


প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২০ ২১:২৯

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০৬:১২

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোতাশিয়া নূরুল মজিদ হুমায়ূন উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে কাজ করছে সরকার। ইতোমধ্যে শিক্ষার্থীদের হাতে স্বল্পমূল্যে ল্যাপটপ ও ট্যাব সরবরাহের কাজ শুরু হয়েছে। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে পড়াশোনা করতে পারছে। এর ফলে সহজেই শিক্ষার্থীরা ঘরে বসে পাঠদান করতে পারছে।

গোতাশিয়া নূরুল মজিদ হুমায়ূন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খাতুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিয়া আক্তার শিমু, সহকারী কমিশনার ভূমি ইকবাল হাসান, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানসহ বিদ্যালয়ের শিক্ষকরা।

জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের অধীনে তিন কোটি টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবনটি নির্মাণ করা হচ্ছে।


সম্পর্কিত বিষয়:

নরসিংদী শিল্পমন্ত্রী

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : shomoynews2012@gmail.com; shomoynews@yahoo.com
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top