বুধবার, ২রা এপ্রিল ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


ঢাবিতে ১৪তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের সমাপ্তি


প্রকাশিত:
১১ মে ২০২৪ ১২:৫৩

আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০৫:৩৩

ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ, বাংলাদেশ গণিত সমিতি এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‌‘১৪তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড’র চূড়ান্ত পর্ব সমাপ্ত হয়েছে।

অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে শ্রেষ্ঠ ১০ জন প্রতিযোগীকে সার্টিফিকেট, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। এছাড়া, আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শ্রেষ্ঠ ৫ জন করে মোট ১৫ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

গতকাল শুক্রবার (১০ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে গণিত অলিম্পিয়াডের সমাপ্তি হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই অলিম্পিয়াড এবং ৫ম আন্তর্জাতিক গণিত দিবস উদযাপনের কর্মসূচি উদ্বোধন করেন।

অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে প্রত্যেক অঞ্চলের শ্রেষ্ঠ ১০ জন করে সর্বমোট ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এছাড়া, আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। পর্যায়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, গণিত চিন্তা শক্তির বিকাশ ঘটায়। জীবনের সর্বক্ষেত্রে গণিতের পদচারণা রয়েছে। গণিত, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি ছাড়া দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়।

নিয়মিত গণিত চর্চার মাধ্যমে দেশের জান- বিজ্ঞান চর্চাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

গণিত বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নূরুল আলম, অধ্যাপক ড. মো. মনিরুল আলম সরকার এবং ড. মো. তাজুল ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top