রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

https://rupalibank.com.bd/


জাতীয়করণ হওয়া সব কলেজের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ


প্রকাশিত:
২৮ মে ২০২৪ ১২:১১

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০২

ছবি- সংগৃহীত

একাদশ থেকে স্নাতক পর্যায়ে সদ্য জাতীয়করণ হওয়া সব সরকারি কলেজের শিক্ষার্থীদের ভর্তি ফি সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এই অর্থ জমা দিতে হবে।

সোমবার (২৭ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (কলেজ-১) প্রফেসর মো. ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাদশ হতে স্নাতক পর্যায়ের সব সরকারি কলেজে (সদ্য জাতীয়করণকৃত কলেজসহ) ২০২০-২০২৪ অর্থ বছরের ভর্তি ফি সরকারি কোষাগারে জমা দিতে হবে। অর্থ জমা দিয়ে সেই তথ্য (সফট কপিসহ NikoshBAN ফন্টে Word Document হিসেবে ই-মেইলে ([email protected]) আগামী ৫ কর্মদিবসের মধ্যে জরুরিভিত্তিতে পাঠাতে হবে।

এর আগে ১৫ মে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top