শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


যত দ্রুত সম্ভব সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী


প্রকাশিত:
১১ ফেব্রুয়ারি ২০২১ ০৩:০১

আপডেট:
১১ ফেব্রুয়ারি ২০২১ ১৫:০২

ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যত দ্রুত সম্ভব দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। এজন্য অগ্রধিকার ভিত্তিতে শিক্ষক ও শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হচ্ছে।

তিনি বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষকদের করোনা ভাইরাসের টিকা দেয়ার কার্যক্রম চলছে। এর পরপরই আবাসিক শিক্ষার্থীদের এই টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে। এরপর পরই শিক্ষা প্রতিষ্ঠান খুলতে আর বাধা থাকছে না।’

শিক্ষামন্ত্রী আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রথম ভাইস চ্যান্সেলর’স এ্যাওয়ার্ড প্রদান ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, করোনা ভাইরাস মহামারীর কারণে দীর্ঘদিন ধরে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখতে হয়েছে। অচিরেই এসব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পরিকল্পনা রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।


সম্পর্কিত বিষয়:

দীপু মনি

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top