বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


‘আমাদের শিক্ষা ব্যবস্থায় ক্রিয়েটিভিটি ঝেটিয়ে বিদায় করা হয়


প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৪ ১৩:৪১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১২:৩৫

ছবি সংগৃহিত

আমাদের শিক্ষা ব্যবস্থা এমন, ক্রিয়েটিভিটি ঝেটিয়ে বিদায় করে দেওয়া হয় বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে-২০২৫ শিক্ষাবর্ষের জন্য ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির লক্ষ্যে ডিজিটাল অনলাইন লটারি কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রাইমারি ও মাধ্যমি শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তখনই তাদের গড়ে তোলার সময়। ছোট শিশুরা ও অল্প বয়স্করা সবচেয়ে ক্রিয়েটিভ থাকে। অথচ আমাদের শিক্ষা ব্যবস্থা এমন, ক্রিয়েটিভিটি ঝেটিয়ে বিদায় করে দেওয়া হয়। সর্বনাশ করে দেওয়া হয়, চিরকালের জন্য পঙ্গু করে দেওয়া হয়। প্রশ্ন মুখস্থ করে পরীক্ষায় উদগিরণ করে। নিজেরা যে কিছু করার সেটা করতে পারে না। অথচ সেটা করার সঠিক স্থান হচ্ছে প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এখানে পরিবর্তন আনতে হবে। তাদের ক্রিয়েটিভিটি নার্সিং করতে হবে, উৎসাহিত করতে হবে, তাদের উপরে তুলে আনতে হবে।

প্রফেসর ড. এম আমিনুল ইসলাম বলেন, আগের ব্যবস্থাপনায় যেটা ছিল ভালোদের জন্য ভালো ব্যবস্থাপনা ছিল, আর খারাপরা খারাপই থেকে যেতো, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই সিস্টেম চালুর মধ্য দিয়ে ভালো, আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে যারা রয়েছে তারাও বলেছে, যারা ভালো তাদের যেখানেই পড়ায় না কেন তারা ভালো করবে। কিন্তু খারাপ যারা তাদেরকে উঠিয়ে আনতে হবে, সেটাই তো প্রকৃত চ্যালেঞ্জ আমাদের।

ছাত্র-ছাত্রীদের মূল্যবোধ থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে ভ্যালুজ তৈরি করতে হবে। ক্লাস সিক্সে একটি কোর্সে ভ্যালুজ নিয়ে লেখা আছে কিন্তু এটা নট এনাফ। স্কুল-মাদ্রাসার দায়িত্ব প্রাইমারি থেকেই ভ্যালুজ শিক্ষাদানের ব্যবস্থা থাকবে। এটা শুধু যে কারিকুলামে থাকবে তাই না, তাদের একটা দায়িত্ব থাকবে ভ্যালুজগুলো তৈরি করার।

প্রধান উপদেষ্টার কথা উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ এই সহকারী বলেন, তিনি শিক্ষার জন্য বাজেট অনেক বেশি বাড়িয়ে দিতে চান, তিনি চান শিক্ষার জন্য বরাদ্দ সবচেয়ে বেশি করতে।

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এরইমধ্যে গেছেন জানিয়ে প্রফেসর ড. এম আমিনুল ইসলাম বলেন, সেখানে একটা দারুণ পরিবর্তন দেখলাম, ছাত্র-ছাত্রীদের শিক্ষামুখী করতে সক্ষম হয়েছে। শিক্ষকদেরও শিক্ষার্থীদের মানোন্নয়নে কাজ করতে দেখলাম। সেজন্য শিক্ষকদের ভালো ট্রেনিংও দরকার, সেজন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

শিক্ষা ব্যবস্থায় একটি দিক লক্ষ্য রাখতে হবে যেন তাদের কর্মমুখী করা যায়, যোগ করেন তিনি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top