বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


ঢাবির অধীনে ৭ কলেজের ভর্তি পরীক্ষার সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৫ ১৬:৩৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১২:৩৫

ছবি সংগৃহিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আসন্ন ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা কলেজে সাতটি কলেজের শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।

শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আমাদের দীর্ঘদিনের শোষণ ও বঞ্চনার অবসান ঘটতে যাচ্ছে। আমরা দীর্ঘদিন থেকে ঢাবি
অধিভুক্তি বাতিল করে সাত কলেজের সমন্বয়ে যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আন্দোলন করে আসছি। সরকার আমাদের সে দাবি আমলে নিয়ে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছে। সরকার সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথকীকরণ এবং কলেজগুলোর জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়নের জন্য একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে।

তারা আরও বলেন, সাত কলেজের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটিকে আমরা শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছি। সাত কলেজের এ সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত ১৩ সদস্যের কমিটি ৬ সপ্তাহ সময় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছিল। প্রতিবেদনটি নবগঠিত বিশেষজ্ঞ কমিটিকে দেওয়ার কথা রয়েছে। এমন বাস্তবতায় আমরা শিক্ষার্থীরা নবগঠিত কমিটিকে দীৰ্ঘ ৪ মাস সময় দেওয়া অতিরঞ্জিত বলে মনে করে গত বুধবার সংবাদ সম্মেলন করে রাষ্ট্রকে জানিয়েছি ৪ মাস নয় বরং বিশেষজ্ঞ কমিটিকে ৩০ কার্যদিবস অর্থাৎ এক মাসের মধ্যেই সাত কলেজের সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে প্রজ্ঞাপন জাতির সামনে প্রকাশ করতে হবে। পাশাপাশি এটাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি এ বছর অর্থাৎ ২০২৪-২৫ সেশনের সাত কলেজের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় নেওয়া যাবে না। এটা সাত কলেজের শিক্ষার্থীরা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় নতুন সেশনের ভর্তি পরীক্ষা মেনে নেবে না।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমরা সংবাদ সম্মেলন করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তড়িঘড়ি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় আবার সাত কলেজে শিক্ষার্থী ভর্তির জন্য ভর্তি ফরম প্রকাশ করতে যাচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা (শিক্ষার্থীরা) স্পষ্ট বলতে চাই, সাত কলেজের সমন্বয়ে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা ছাড়া শিক্ষার্থীরা নতুন কোনো সেশনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় ভর্তি পরীক্ষা নিতে দেবে না।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পয়েন্ট আব্দুর রহমান বলেন, গঠিত বিশেষজ্ঞ কমিটির সদিচ্ছা থাকলে আগামী ১ মাসের মধ্যে একটি নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা জাতির সামনে তুলে ধরা এবং ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা সম্ভব। আর যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষা নেওয়ার নতুন পাঁয়তারা করে কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করে, আমরা আবার পড়ার টেবিল ছেড়ে রাজপথে নেবে আসতে বাধ্য হব।

এসময় তিনি ৫ দফা দাবিও তুলে ধরেন। সেগুলো হচ্ছে—

১. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্ট করে জানাতে হবে যে, ৭ কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় আর কোনো ভর্তি পরীক্ষা হবে না।

২. সাত কলেজের সমাধানের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটি, সাত কলেজ অধ্যক্ষ, শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে নতুন সেশন অর্থাৎ ২০২৪-২৫ এর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৩. বিশ্ববিদ্যালয়ের জন্য যে কমিটির গঠন করা হয়েছে তার মাধ্যমে নতুন সেশনে, নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে ভর্তি করা এবং বর্তমান কাঠামো সচল রাখতে ঢাবি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। যাতে শিক্ষার্থীদের সেশনজটের ভোগান্তি না হয়।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোনো দিনও আমাদের ক্লাস নেননি। তারপরও কীভাবে আমাদের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করে সেটি বোধগম্য নই। বিগত সময়ে আমরা দেখেছি সাত কলেজের শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচার করে এবং বিরূপ মন্তব্য করেছেন। আমাদের উত্তরপত্র যেন আমাদের (সাত কলেজের) শিক্ষকদের মাধ্যমেই মূল্যায়ন করা হয় তার জোড় দাবি জানাচ্ছি।

৫. মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি ২০২৪-২৫ সেশনে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা অর্ধেক বা আরও কমিয়ে আনার লক্ষ্যে কলেজগুলোর অধ্যক্ষদের মতামত নেবে। বিভাগ ভিত্তিক অবকাঠামো বিবেচনা করে নতুন সেশনের শিক্ষার্থী ভর্তি করতে হবে।

# মির্জা সাইমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top