বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


বাকৃবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ২৭ শিক্ষার্থীকে বহিষ্কার


প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৫ ১৪:৫৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১২:৩৩

ফাইল ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক হলে গেস্টরুমে র‍্যাগিংয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৭ শিক্ষার্থীকে এক বছরের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা সবাই হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক ছাত্র। তাদের মধ্যে লেভেল-১, সেমিস্টার-২; লেভেল-২, সেমিস্টার-২ এর শিক্ষার্থীর সঙ্গে স্নাতকোত্তর অধ্যয়নরত এক শিক্ষার্থী রয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মো. বজলুর রহমান মোল্যা বিষয়টি জানিয়েছেন। হলে শৃঙ্খলা পরিপন্থি কাজে সম্পৃক্ত থাকার কারণে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।

জানা যায়, শনিবার রাত ৯টায় হলের রিডিং রুমে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ডাকা হয়। সকলের মোবাইল ফোন রুমে রেখে আসতে বলা হয় এবং গেস্টরুমের শুরুতেই কারও কাছে মোবাইল আছে কি না সেটি তল্লাশি করা হয়। এরপর ২য় বর্ষের প্রায় ২০ জন শিক্ষার্থী হলের কিছু উদ্ভট নিয়ম (সাইকেল চালানো যাবে না, ২য় তলায় যাওয়া যাবে না, বড় ভাইদের সঙ্গে দিনে যতবার দেখা হবে ততবার সালাম,পরিচয় ও হ্যান্ডশেক করতে হবে, হলে লুঙ্গি পরা যাবে না, হলের গ্রন্থাগারে ল্যাপটপ নিয়ে যাওয়া যাবে না, হলের ক্যান্টিনে যাওয়া যাবে না ইত্যাদি) নবীন শিক্ষার্থীদের জানান যেগুলো তাদেরকে মানতেই হবে। এরপর ৩য় বর্ষের শিক্ষার্থীরা এসে নবীনদের কিছু দাবি-দাওয়া জানতে চান। নবীনরা তাদেরকে হলভিত্তিক বিভিন্ন সমস্যার কথা জানান। এরপর ৩য় বর্ষের শিক্ষার্থীরা চলে গেলে ২য় বর্ষের শিক্ষার্থীরা নবীনদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। বড় ভাইদের কাছে নবীনরা সমস্যার কথা বলায় ছিল তাদের অপরাধ। এরপর ছোটোখাটো ভুল উল্লেখ করে (হাত বাঁকা রেখে দাঁড়ানো, হাত সামনে রেখে দাঁড়ানো, মাথা উঁচু বা নিচু করে রাখা ইত্যাদি) নবীনদের প্রত্যেককে ডেকে গালিগালাজ করা হয় এবং বিভিন্ন উদ্ভট শাস্তি দেওয়া হয় (১০ রকমের হাসি, ১০ রকমের সালাম, গাছে ঝুলে থাকার অভিনয় করা, নাচ করা ইত্যাদি)। এমন পরিস্থিতিতে ভীত-সন্ত্রস্ত হয়ে প্রথম বর্ষের একজন মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে হলেই প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়। পরবর্তীতে রাত সাড়ে ১২টার দিকে নবীনদের গেস্টরুম শেষ হয়।

এ বিষয়ে বাকৃবির সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, সোহরাওয়ার্দী হলের ঘটনায় ৫২ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ২৭ জন সোহরাওয়ার্দী হলের ছাত্র আর বাকিদের অ্যাটাচমেন্ট অন্য হলে, কিন্তু তারা সোহরাওয়ার্দী হলে থাকে। সোহরাওয়ার্দী হলের ২৭ জনকে হল থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে এবং অধিকতর শাস্তির জন্য বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটিতে প্রেরণ করা হবে। যারা এই হলের ছাত্র না কিন্তু অবৈধভাবে থাকে এবং এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।

মির্জ সাইমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top