বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


এবার ৭ দফা দিলো তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা


প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০২

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:২৮

ছবি সংগৃহীত

রাজধানীর তেজগাঁও কলেজকে সরকারিকরণ করাসহ সাত দফা দাবি জানিয়েছে তেজগাঁও কলেজ ছাত্র অধিকার পরিষদ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তেজগাঁও কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা।

তেজগাঁও কলেজ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাবের মাহমুদ লিখিত বক্তব্যে বলেন, আপনারা ইতোমধ্যে অবগত আছেন তেজগাঁও কলেজ সরকারিকরণ প্রসঙ্গে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ স্মারকলিপি প্রদান ও ক্যাম্পাসে চার দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি করেছে। সেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। প্রায় ২৮ হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখরিত এই কলেজটি ১৯৬১ সালের ২২ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিষয় এখানে পড়ানো হয়। ২৮টি ডিপার্টমেন্টে প্রায় ২৬ হাজার শিক্ষার্থী বিদ্যাচর্চা করেন।

তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে এ কলেজ শিক্ষা ও গবেষণায় অভাবনীয় সাফল্যের স্বাক্ষর রেখে আসছে, যা প্রতিষ্ঠানটির মানকে বিশ্ব দরবারে সমুন্নত করেছে।

তারা আরও বলেন, দেশের অনেক কলেজ জাতীয়করণ করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, প্রয়োজনীয় সব যোগ্যতা থাকা সত্ত্বেও রাজধানীর ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ তেজগাঁও কলেজ এখনো সরকারি হয়নি। একই সঙ্গে, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা এখানে বিদ্যা অর্জনের জন্য আসেন, কিন্তু তাদের থাকার কোনো ব্যবস্থা নেই। এটি অত্যন্ত উদ্বেগের বিষয়।

এ সময় তারা ৭ দফা দাবি তুলে ধরেন-

১. তেজগাঁও কলেজ সরকারিকরণ করা।

২. ছাত্র সংসদ কার্যকর করা।

৩. আবাসন সংকট নিরসন করা।

৪. দ্রুত সময়ের মধ্যে শুন্য পদে শিক্ষক নিয়োগ দিতে হবে।

৫. পরিবহন বৃদ্ধি করতে হবে।

৬. ক্যান্টিনের খাবার মান বৃদ্ধি এবং দাম কমাতে হবে।

৭. ক্যাম্পাসের প্রধান ফটক থেকে ভাসমান দোকান তুলে দিতে হবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top