বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


পাকিস্তানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন বেরোবি শিক্ষার্থীরা


প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৪

আপডেট:
১২ মার্চ ২০২৫ ০৯:৫২

ছবি সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা পাকিস্তানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

সৈয়দ আহমেদ মারুফ বলেন, পাকিস্তানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানসমূহে বাংলাদেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রায় ৩০০ বৃত্তির ব্যবস্থা আছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও পাকিস্তানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ থাকছে। পাকিস্তানের হাইকমিশনার সংশ্লিষ্ট ক্ষেত্রে আরও সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম উন্নত, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিচালনার পাশাপাশি দেশে-বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা ও গবেষণা উন্নয়ন কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়াও তিনি পাকিস্তানের সাথে যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ ও প্রকাশনা কার্যক্রম পরিচালনা, একাডেমিক কর্মশালা, সেমিনার আয়োজন ও শিক্ষামূলক বিনিময় কার্যক্রম পরিচালনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন ।

মতবিনিময়কালে পাকিস্তান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর কামরান দঙ্গল এবং বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক অ্যাটাসে জাইন আজিজ। বেরোবির কলা অনুষদের ডিন প্রফেসর ড. শফিকুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায়, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. ফেরদৌস রহমান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ফেরদৌস রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধি দলকে স্মারক উপহার প্রদান করেন।

এর আগে পাকিস্তান হাইকমিশনারের নেতৃত্বে প্রতিনিধি দলকে উত্তরবঙ্গের বিদ্যাপীঠ শহীদ আবু সাঈদের ক্যাম্পাসে স্বাগত জানান বেরোবি উপাচার্য। তিনি অতিথিদেরকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top