এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি
প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২১ ০০:৫১
আপডেট:
১৯ মার্চ ২০২৫ ১২:৫৯

২০২১ সালের এসএসসি এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে আজ সোমবার অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত এসএসসি পরীক্ষার সূচিতে দেখা গেছে, আগামী ১৪ নভেম্বর পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা দিয়ে ২০২১ সালের এসএসসি পরীক্ষা শুরু করা হবে।
অন্যদিকে, এইচএসসি পরীক্ষায় তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর।
সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা এবং দুপুর ২টা থেকে বিকেল সাড়ে তিনটা, দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি দেখতে লিংকে ক্লিক করুন-
এসএসসি পরীক্ষার সময়সূচি.
এইচএসসি পরীক্ষার সময়সূচি.
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: