গণ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু ৪ অক্টোবর থেকে
প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪৯
আপডেট:
৩০ সেপ্টেম্বর ২০২১ ২০:০৬

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে র্দীঘ ১৮ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী ৪ অক্টোবর থেকে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) শিক্ষার্থীদের স্বশরীরে পাঠদান শুরু হবে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একাধিক প্রশাসনিক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার ড. এস তাসাদ্দেক আহমেদ জানান, আগামী ৪ তারিখ থেকে আমরা ক্যাম্পাস খুলে দিচ্ছি। তবে, সেক্ষেত্রে ইউজিসির নির্দেশনা অনুযায়ী করোনার এক ডোজ টিকা সম্পন্ন অথবা নিবন্ধন করতে হবে। এর আগ পর্যন্ত অনলাইন ক্লাস চলমান থাকবে।
সভায় স্বশরীরে ক্লাস শুরুর পর পুনরায় শিক্ষার্থীদের ওয়েভার (শিক্ষাবৃত্তি) চালুর সিদ্ধান্ত হয়। তবে করোনার সংক্রমণের পর গত বছর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: