‘চলতি মাসে সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে’
প্রকাশিত:
৪ অক্টোবর ২০২১ ২১:০৫
আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৫:৩০

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে র্দীঘ দিন বন্ধ থাকার পড়ে চলতি মাসের মধ্যে সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার (৪ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সচিব।
সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চেয়েছেন বিশ্ববিদ্যালয়গুলোতে পূর্ণাঙ্গরূপে ক্লাস চালু করতে বিলম্ব কেন হচ্ছে? জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রীকে জানান, দেশের বিশ্ববিদ্যালয়গুলো চলে তাদের নিজস্ব আইনে, সেক্ষেত্রে তাদের একটা বিষয় আছে। তারপরও চলতি মাসের মধ্যে সবগুলো বিশ্ববিদ্যালয় খুলে যাবে বলে আশা করছি। করোনাকালে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ব্যবহার অনুপোযোগী পড়েছে বলেও প্রধানমন্ত্রীকে জানান শিক্ষামন্ত্রী।’
সচিব বলেন, ‘শিক্ষামন্ত্রী জানিয়েছেন, হলগুলোতে শিক্ষার্থীদের বইপত্র, চেয়ার-টেবিলও নষ্ট হয়েছে। সেগুলো রিপেয়ারসহ সবধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, চলতি মাসেই সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। এছাড়া, বড় কোনো বিপর্যয় না ঘটলে ঘোষিত তারিখ অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
আপনার মূল্যবান মতামত দিন: