বিশ্ব ডিম দিবস উপলক্ষে রাবিতে ৩ হাজার ডিম বিতরণ
প্রকাশিত:
৯ অক্টোবর ২০২১ ১৭:৩৭
আপডেট:
৯ অক্টোবর ২০২১ ১৮:৩৭

বিশ্ব ডিম দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন এলাকায় ৩ হাজার ডিম বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ লাইভ স্টক সোসাইটি ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ড্রাস্ট্রিজ কো-অর্ডিনেশন কাউন্সিল এ উদ্যোগ নিয়েছে। ডিম বিতরণের আগে শুক্রবার (৮ অক্টোবর) সকাল ৯টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
‘প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই’ শীর্ষক আলোচনা সভাটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. হেমায়েতুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. এস এম কামরুজ্জামান, প্রফেসর ড. মাহবুবুর রহমান, ড. রায়হান গফুর ও ড. রিয়াজল ইসলাম প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: