বিশ্বসেরাদের তালিকায় নোবিপ্রবির ১১ গবেষক
প্রকাশিত:
১০ অক্টোবর ২০২১ ১৭:৪৫
আপডেট:
১১ অক্টোবর ২০২১ ০৫:৫৭

বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত এডি সায়েন্টিফিক ইন্ডেক্স ২০২১ এ স্থান পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১১ গবেষক।
শনিবার (৯ অক্টোবর) এডি সায়েন্টিফিক ইন্ডেক্সের ওয়েবসাইট থেকে এতথ্য জানা যায়। র্যাংকিংয়ে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ৭ লাখ ৮ হাজার ৫৬১ জন গবেষক স্থান পেয়েছেন।
তালিকায় বাংলাদেশের ১৭৮৮ জন গবেষকের মধ্যে স্থান পেয়েছেন তারা। গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইন্ডেক্স, আইটেন ইন্ডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র্যাংকিংটি প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইন্ডেক্স।
সম্পর্কিত বিষয়:
নোবিপ্রবি এডি সায়েন্টিফিক ইন্ডেক্স ২০২১ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১১ গবেষক বিশ্বসেরাদের তালিকা
আপনার মূল্যবান মতামত দিন: