পবিপ্রবিতে এ ইউনিটের গুচ্ছভুক্ত পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২১ ০৫:১৪
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:০০

গুচ্ছভুক্ত ২০ টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ ই অক্টোবর) দুপুর ১২ টা থেকে একযোগে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. স্বদেশ চন্দ্র সামন্ত পরীক্ষার হল পরিদর্শন শেষে জানান, ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা কোন ধরনের সমস্যা ছাড়াই আনন্দের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করেন। শিক্ষক ও কর্মচারীদের সহযোগিতায় সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হারও ছিল সন্তোষজনক (৮৬ শতাংশ)।
পবিপ্রবির জনসংযোগ ও প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৪ অক্টোবর ‘বি’ ইউনিট ও ১লা নভেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
আপনার মূল্যবান মতামত দিন: