রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু
প্রকাশিত:
২১ অক্টোবর ২০২১ ১৮:১৮
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৭:১৭

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সশরীরে ক্লাস শুরু হয়েছে৷
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষে সশরীরে পাঠদান শুরু হয়েছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রস্তুতি সম্পন্ন করেছে বিভাগ ও ইনস্টিটিউটগুলো।
এতদিন অনলাইনে ক্লাস চললেও এখন থেকে সশরীরে শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া গত ১৭ অক্টোবর শিক্ষার্থীদের জন্য সব আবাসিক হল খুলে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানায়, কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে ও মানসম্মত পরিচালনা পদ্ধতি সামনে রেখে নিয়মিত ক্লাস পরিচালিত হবে।
আপনার মূল্যবান মতামত দিন: