শুক্রবার, ২৮শে মার্চ ২০২৫, ১৪ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


হল-ক্যাম্পাস খোলার দাবিতে বুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন


প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২১ ২২:২১

আপডেট:
২৮ মার্চ ২০২৫ ০৭:৪৮

ছবি-সংগৃহীত

হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে বুয়েট শহীদ মিনারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক বরাবর আড়াই হাজারের বেশি শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি দেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি করেন, বর্তমানে বুয়েটের ৮০ শতাংশের বেশি শিক্ষার্থী দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন। এই সংখ্যা আরও বেশি হবে। কেননা নানাবিধ সমস্যার কারণে অনেক শিক্ষার্থীই এখন পর্যন্ত বিআইআইএসের মাধ্যমে নিজের ভ্যাকসিনেশনের অবস্থা জানাতে পারেনি। অর্থাৎ, বুয়েটের প্রায় সব শিক্ষার্থীই এখন অন্তত এক ডোজ ভ্যাকসিনপ্রাপ্ত। যেহেতু আগামী ১৩ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে। আবাসিক হল না খুলে ক্লাস শুরু করলে গত সেমিস্টারের মতোই অনেক শিক্ষার্থী ক্লাস করতে অপারগ হবেন। তাই যতদ্রুত সম্ভব হল খুলে ক্লাস নেওয়া হোক।

হল খোলার স্বার্থে যদি কোনো শিক্ষার্থীর ভ্যাকসিন নেওয়া বাকি থাকে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই শিক্ষার্থীর ভ্যাকসিন নেওয়ার ব্যবস্থা করবে বলেও আশা প্রকাশ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের হাতে ‘অনলাইনে ইঞ্জিনিয়ার হতে চাই না’, ‘আমাদের হল খুলে দাও’, ‘সারাদেশে অফলাইন বুয়েট কেন অনলাইন’, ‘অনলাইনে বন্দি থাকবো না’সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top