ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত
সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ
প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২১ ০৩:০৬
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৪০

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান (স্নাতক) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী ২১,১৩২ এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ৩৮২ জন। পাসের হার ৬৭.৯০ শতাংশ।
বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।
শিক্ষার্থীরা পরীক্ষার রোল নাম্বার বোর্ডের নাম পাশের সন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নাম্বার এর মাধ্যমে https:/ /Collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবে। এছাড়াও গ্রামীণফোন ব্যতীত অন্য যে কোনো অপারেটর থেকে Du CHM <roll no> টাইপ করে ১৬২৩১ নাম্বারে send করে ফিরতি এসএমএসে তার ফলাফল জানতে পারবে।
আপনার মূল্যবান মতামত দিন: