বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


পুরুষদের আত্মবিশ্বাস ভেঙে দিয়েছেন অনাবৃত রণবীর


প্রকাশিত:
১০ আগস্ট ২০২২ ০৩:৩৭

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:১৪

 ছবি : সংগৃহীত

এক দিকে প্রশংসার বন্যা। অন্য দিকে থানা-পুলিশ। রণবীর সিংহের অনাবৃত ফোটোশ্যুট নিয়ে দেশ জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তাঁর ছবি নিয়ে চর্চার শেষ নেই এখনও। অনুপ্রাণিত হয়ে আরও কিছু তারকা খোলামেলা ছবি তোলানোর প্রস্তাবে রাজি হওয়ার কথা ভাবছেন। এর মধ্যেই হাস্যকর মন্তব্য করে বসলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। পত্রিকার জন্য রণবীরের ফোটোশ্যুট ভারতীয় পুরুষদের আত্মবিশ্বাস ভেঙে দিয়েছে বলে মনে করছেন তিনি।

জানালেন, রণবীর তাঁর আত্মবিশ্বাস ভেঙে দিয়েছেন। আরও অনেকেরই ভেঙেছেন। সেই কারণেই এত প্রতিক্রিয়া।

অনুরাগ রণবীরের ছবির প্রশংসা করেছিলেন আগেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, ‘‘রণবীর মূর্তিমান প্রলয়। শুধু ইন্টারনেটই ভাঙেননি তিনি , তার আত্মবিশ্বাসও ভেঙে দিয়েছেন । ভারতীয় পুরুষরাও তাঁকে অনাবৃত দেখে নিজেদের শরীর নিয়ে মরমে মরছেন। সে কারণে এই আক্রোশ।’’

অনুরাগ আরও জানান, ‘‘পুরুষতান্ত্রিক সমাজে আমাদের অর্ধেকেরও বেশি হিংসা, প্রতিবাদ আসে সব কিছুকে নারীর সঙ্গে যুক্ত করে দেখার প্রবণতায়। আজও সমস্যাগুলোর উদ্ভব যোনি থেকে। ধারণা করেছিলেন সবার চিন্তাধারা এগোচ্ছে, কিন্তু না, আবার ফিরে যাচ্ছে শুরুতে।’’

সূত্রঃসংবাদ সংস্থা


সম্পর্কিত বিষয়:

রণবীর সিং

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top