গানের মাধ্যমে সোনাক্ষী- জাহিরের সম্পর্কের ঘোষণা
প্রকাশিত:
১৬ আগস্ট ২০২২ ০৫:২৪
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৭:৪৮

বলিপাড়ায় জাহির ইকবাল আর সোনাক্ষী সিনহার সম্পর্ক নিয়ে গুঞ্জন অনেক দিন ধরেই। যদিও নিজেদের প্রেমের বিষয়ে এখনও মুখ খোলেননি কেউই। শুধুমাত্র ভাল বন্ধু বলেই দাবি করেন তাঁরা।
কিন্তু, বলিউডের ভেতরের খবর আগামী মাসেই নাকি নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করতে চলেছেন সোনাক্ষী, জাহির। শোনা যাচ্ছে সম্পর্কের এই ঘোষণাও হবে একদম অন্য রকম ভাবে। এরজন্য তাঁরা শ্যুটিং করেছেন বিশেষ গানেরও।
সেই বিশেষ গানের মাধ্যমেই নিজেদের সম্পর্কের কথা সকলের সামনে আনবেন তাঁরা। খুব শিগগিরি প্রকাশ্যে আসবে সেই ভিডিও। সোনাক্ষী আর জাহিরের বন্ধুত্বের কথা সকলের জানা। সেই ঝলক নেটমাধ্যমে মাঝেমাঝেই দেখতে পান নায়িকার অনুরাগীরা। সোনাক্ষীর জন্মদিনে এক মজাদার ছবিও সকলের সঙ্গে ভাগ করে নেন জাহির।
সূত্রঃ ভারতীয় সংবাদ সংস্থা।
সম্পর্কিত বিষয়:
বলিউড
আপনার মূল্যবান মতামত দিন: