বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


কৃতীর যেমন বর পছন্দ,তালিকায় আছেন বেশকজন


প্রকাশিত:
১৮ আগস্ট ২০২২ ০৪:১৯

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৯:৪১

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিয়ে নিয়ে আপতত কোনও পরিকল্পনা নেই। তবে তার কেমন বর পছন্দ, তা নিজেই জানিয়ে দিলেন কৃতী শ্যানন। এক জন নয়, জীবনসঙ্গী হিসাবে তার পছন্দের তালিকায় রয়েছেন অনেকেই।

কৃতী সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, কখনও বিয়ে করলে তিনি সয়ম্বরের আয়োজন করবেন। আর সেখানে প্রথমেই তার চাই কার্তিক আরিয়ানকে। ‘পতি, পত্নী অওর উয়ো’ এবং ‘লুক ছুপি’র মতো ছবিতে কৃতী এবং আরিয়ান একসঙ্গে কাজ করেছেন।

তবে কৃতীর পছন্দের তালিকায় রয়েছেন বিজয় দেবেরাকোণ্ডাও। সারা আলি খান, অনন্যা পাণ্ডে এবং জাহ্নবী কপূরের পর কৃতীও যথেষ্ট উৎসাহ দেখিয়েছেন বিজয়কে নিয়ে। তিনি জানিয়েছেন, বিজয়ের বেশ কিছু সাক্ষাৎকার তিনি দেখেছেন। তার মনে হয়েছে, বিজয় বেশ বুদ্ধিমান। তাই কৃতীর মনে হয়েছে সয়ম্বরে তাকে আমন্ত্রণ দেয়া যায়।

তা ছা়ড়া কৃতীর তালিকায় নাম রয়েছে হলিউডের তারকা রায়ান গসলিংও। আদিত্য রায় কপূরও জায়গা পেয়েছেন সেই তালিকায়। তবে কৃতী এটাও জানিয়েছেন, বলিউডে খুব কম নায়কই রয়েছেন, যাদের বিয়ে হয়নি বা কোনও সম্পর্কে নেই।


সম্পর্কিত বিষয়:

বিজয়

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : shomoynews2012@gmail.com; shomoynews@yahoo.com
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top