শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


নাম বদলাচ্ছেন আলিয়া


প্রকাশিত:
২২ আগস্ট ২০২২ ০২:৪১

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৭:৪৮

 ছবি : সংগৃহীত

আজকাল বিয়ের পরে অনেক মহিলাই পদবি বদলান না। কিন্তু বলিউডে এই রীতি বহু পুরনো। এই পথের বিপরীতে হাঁটতে চাইছেন রণবীর-ঘরনি আলিয়া ভাট । ‘ব্রহ্মাস্ত্র’-এর নায়িকা জানিয়েছেন, খুব শীঘ্রই নাম বদলে তিনি ‘আলিয়া ভাট কাপুর’ হবেন। অভিনেত্রী জানান, তিনি ‘ভাট’ হওয়ায় ‘কাপুর’দের থেকে নিজেকে দলছুট মনে হয় তাঁর। তা ছাড়া রণবীর বিয়ের পর দ্রুত তাঁর পাসপোর্ট বদলে ‘বিবাহিত’ স্ট্যাটাস দেখিয়েছেন। তাই আলিয়াও চাইছেন এ বার ‘কাপুর’ হতে।

২০২২ সালের এপ্রিলে মাসে আলিয়া এবং রণবীরের বিয়ে হয়। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’-এর সেটে প্রেম গাঢ় হয়েছিল জুটির। তার পর বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর পরিণয় এবং সন্তান আগমনের খবর পর পর। আর এ বার নাম বদলের সিদ্ধান্তের কথা জানালেন আলিয়া। যদিও পর্দায় তাঁর নাম আলিয়া ভাটই থাকবে। শুধু বদলে যাবে সরকারি পরিচয়।

আলিয়া আগে বলতেন, জীবনে বদল চান । সেই বদল অতিমাত্রায় এসে পড়েছে বলেও পরে জানান। ব্যস্ত সময়সূচি এবং ঘন ঘন বিদেশ ভ্রমণের কারণে তাঁর হাতে আর মোটে সময় নেই। তবে আপাতত হাতে কাজ রাখেননি। সন্তানধারণের এই পর্বে বিশ্রামে থাকতে চান। আর থাকতে চান কাপুরদের এক জন হয়ে।

 


সম্পর্কিত বিষয়:

বলিউড

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top