নায়ক শাহিদের উপর বিরক্ত কিয়ারা!
প্রকাশিত:
২৫ আগস্ট ২০২২ ০৪:০০
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৭:৪৭

বলিউডের শাহিদ কাপূর-কিয়ারা দর্শকের অন্যতম প্রিয় জুটি। কিয়ারা তখন নতুন পা রেখেছেন ইন্ডাস্ট্রিতে। আর প্রথম বড় ছবিতেই নায়ক শাহিদ কাপূর। তখন তিন দিন অথবা চার দিন হবে ‘কবীর সিংহ’ ছবির শ্যুটিংয়ের । মাত্র ক’টা দিনেই শাহিদের উপর খুব বিরক্ত হয়েছিলেন কিয়ারা।
করণ জোহরের শো-এ কিয়ারা জানান তার বিরক্তের কারণ, শাহিদের জুতোর জন্য আট ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল কিয়ারাকে। মূলত ‘কবীর সিংহ’ মুক্তির পর থেকেই কিয়ারা-শাহিদ দর্শকমহলে অন্যতম হিট জুটি। তাদের রসায়ন বেশ নজর কেড়েছিল। সেই জুটিকেই আবারও দেখা গেল করণের শো-তে।
কিয়ারার এই কথার উত্তরে শাহিদ জানান, “এটা সত্যি। তাকে যদি একটা জুতোর জন্য আট ঘণ্টা দাঁড় করানো হত, তাহলে সেও খুব বিরক্ত হতো।”
এই মুহূর্তে কিয়ারা ব্যস্ত ‘সত্য প্রেম কি কথা’ ছবি নিয়ে। যে ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ভুলভুলাইয়া টু’-এর পর আবারও জুটি বাঁধতে দেখা যাবে নায়িকাকে। মুম্বইয়ে খুব তাড়াতাড়ি শুরু হবে ছবির শ্যুটিং।
সূত্রঃ মুম্বাই সংবাদ সংস্থা।
সম্পর্কিত বিষয়:
বলিউড
আপনার মূল্যবান মতামত দিন: