নতুন লুকে সালমান খান
প্রকাশিত:
২৭ আগস্ট ২০২২ ২১:৫৯
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৭:৪৫

১৯৮৮ সালের ২৬ আগস্ট, ‘বিবি হো তো অ্যায়সি’ ছবি দিয়ে বলিউডে ৩৪ বছর আগে আত্মপ্রকাশ করেছিলেন বলিউড অভিনেতা সালমান খান।
তারপর পায়ে পায়ে এসে পড়ল ২০২২ সালের ২৬ আগস্ট। নতুন ছবির কথা ঘোষণা করলেন ভাইজান। ছবির নাম ‘কিসি কা ভাই... কিসি কি জান’, যার ঝলক প্রকাশ করলেন সালমান নিজের নতুন চেহারা পোস্ট করে।
সেই সঙ্গে ফিরে গেলেন শুরুর কথায়। স্মৃতিমেদুর অভিনেতা লিখেছেন, “৩৪ বছর আগেও এ দিনটা ছিল আর ৩৪ বছর পরেও রয়েছে... তার জীবনের যাত্রা শুরু হয়েছিল শূন্য থেকে। তাকে এত পথ এগিয়ে দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ।”
এই শিরোনামটি সালমানেরই আরেক ছবি ‘কাভি ইদ কাভি দিওয়ালি’-এর কথা মনে করিয়ে দেয়। যার শুটিং এখনও চলছে। অনেকে মনে করছেন, সেই ছবিরই নাম বদলে ‘কিসি কা ভাই... কিসি কি জান’ রাখা হয়েছে। তবে নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে এমন কোনও ঘোষণা দেননি।
এছাড়াও সালমানের ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। সেই তালিকায় রয়েছে ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘টাইগার ৩’ এবং ‘বাজরাঙ্গি ভাইজান ২’। তাছাড়া শাহরুখ খানের ‘পাঠান’-এও অতিথি চরিত্রে দেখা যাবে সালমানকে।
সম্পর্কিত বিষয়:
সালমান
আপনার মূল্যবান মতামত দিন: