নতুন গান নিয়ে ফিরছেন ব্রিটনি
প্রকাশিত:
২৯ আগস্ট ২০২২ ০৪:৪৫
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৭:৪৪

গানের ভুবনে ছয় বছর পর ফিরেছেন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স। শুধু তাই নয়, ভক্তের ভালোবাসা কুড়াতে প্রকাশ করেছেন নতুন গান 'হোল্ড মি ক্লোজার'। দ্বৈত এই আয়োজনে ব্রিটনির সঙ্গী হয়েছেন আরেক বিশ্বনন্দিত শিল্পী স্যার এলটন জন।
শুক্রবার (২৬ আগস্ট) স্ট্রিমিং সাইটগুলোতে তাঁদের নতুন গানটি প্রকাশ করা হয়েছে।
এ আয়োজন নিয়ে সংবাদমাধ্যম বিবিসিকে ব্রিটনি জানান, 'এলটন জন তাদের সময়ের সবচেয়ে আলোচিত ধ্রুপদি শিল্পী। তাঁর সঙ্গে গাইতে পেরে তিনি ভীষণ আনন্দিত।'
ব্রিটনি আরও জানিয়েছেন, 'হোল্ড মি ক্লোজার' মূলত এলটনের 'টাইনি ড্যান্সার', 'দ্য ওয়ান' ও 'ডোন্ট গো ব্রেকিং মাই হার্ট'- এই তিনটি জনপ্রিয় গানের কোলাজ, যার পুরো ট্র্যাকে তিনি ও এলটন একসঙ্গে কণ্ঠ দিয়েছেন। এ আয়োজনে সব শ্রেণির শ্রোতার ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন ব্রিটনি স্পিয়ার্স।
সম্পর্কিত বিষয়:
গান
আপনার মূল্যবান মতামত দিন: