প্রযোজকের ঘোষণা শীঘ্রই আসছে দৃশ্যম থ্রি
প্রকাশিত:
২৯ আগস্ট ২০২২ ০৫:২৫
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৮:৪০

‘দৃশ্যম’ ছবিটি ব্যতিক্রমী গল্প, কলাকুশলীদের অসাধারণ অভিনয়সহ নানা কারণে ভক্তদের পছন্দের শীর্ষে। গত বছর মুক্তি পেয়েছিল ‘দৃশ্যম টু’। এরপর ‘দৃশ্যম থ্রি’র অপেক্ষায় ছিলেন চলচ্চিত্রপ্রেমীরা। এবার ‘দৃশ্যম থ্রি’ নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক অ্যান্টনি পেরুমবাভুর। শনিবার (২৭ আগস্ট) এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। আগের দুটি ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে মোহনলালকে।
প্রযোজক অ্যান্টনি পেরুমবাভুরের ঘোষণার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। সেই ভিডিও শেয়ার করে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০১৩ সালে মালায়লম ক্রাইম থ্রিলার ‘দৃশ্যম’ পরিচালনা করেন জীতু জোসেফ। ছবিটি সমালোচকদের প্রশংসার পাশাপাশি ব্যবসায়িক সফলতাও পেয়েছে। কানাড়া, হিন্দি, তামিল ও তেলেগুতে ছবিটির রিমেক হয়েছে। ‘দৃশ্যম’ ছবির কাহিনী জর্জ কুট্টি নামের এক সাধারণ মানুষকে ঘিরে, যিনি অভাবনীয় নানা পদক্ষেপের মাধ্যমে নিজেকে ও পরিবারকে বাঁচানোর চেষ্টা করেন।
সম্পর্কিত বিষয়:
চলচ্চিত্র
আপনার মূল্যবান মতামত দিন: