শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


‘যে ভালোবাসার কোনো শেষ নেই’


প্রকাশিত:
১৫ জুলাই ২০২০ ০০:২৯

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৭:২৯

রিয়া চক্রবর্তী ও সুশান্ত সিংহ রাজপুত। ছবি সংগৃহীত

সুশান্ত নেই, দেখতে দেখতে এক মাস হয়ে গেল। স্মৃতি ফিকে হচ্ছে ক্রমশ। মাঝের এই ৩০টা দিন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে উধাও হয়ে গিয়েছিলেন সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী। এ বিষয়ে তাকে নিয়ে চলে ট্রোল।

আজ মঙ্গলবার এক মাস পর মুখে খুলেছেন রিয়া। ইনস্টাগ্রাম পোস্টে সুশান্তকে নিয়ে উজাড় করে দিয়েছেন তার ভালোবাসা। সুশান্তের সঙ্গে নিজস্ব কিছু ছবি প্রকাশ্যে এনেছেন তিনি।

রিয়া লিখছেন, ‘এখনো মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বুক জুড়ে শুধুই শূন্যতা। তুমিই তো আমায় ভালোবাসতে শিখিয়েছিলে সুশান্ত। শিখিয়েছিলে ভালোবাসার মানে।’

রিয়া জানতেন মহাকাশের প্রতি সুশান্তের নিঃস্বার্থ টানের কথা। রিয়া লিখেছেন, ‘চাঁদ- তারা, আর ওই সুবিশাল মহাকাশ… তোমাকে দু’হাত বাড়িয়ে স্বাগত জানিয়েছে নিশ্চয়। এখন নিশ্চয় অনেক শান্তিতে আছ তুমি… আজ মনে পড়ে জান, খসে পড়া তারা, যার নিজের কোনো আলো নেই…তাকেও কীভাবে শুধুমাত্র নিজের আনন্দ দিয়ে আলোকিত করার ক্ষমতা রাখতে তুমি। আজ তুমি সেই খসে পড়া তারা। আমার তারা। যে তারার জন্য আমি অপেক্ষা করতেও রাজি… আজীবন...।’

রিয়া আরও লেখেন, ‘আদরের সুসিকে আজ আরও বেশি জাপটে ধরতে ইচ্ছে করছে তাঁর। শান্তিতে থেকো সুসি। ৩০ দিন হলো তুমি নেই। কিন্তু সারা জীবন এই ভালোবাসা থেকে যাবে। আমরা যে জন্ম জন্মান্তরে জুড়ে গিয়েছি। যে ভালোবাসার কোনো শেষ নেই! ইনফিনিটি অ্যান্ড বিওন্ড...’

গত ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। অঙ্কিতা লোখণ্ডের পর রিয়ার সঙ্গেই সম্পর্কে ছিলেন সুশান্ত। গোটা লকডাউন সুশান্তের সঙ্গে থাকলেও সুশান্ত মারা যাওয়ার দিন কয়েক আগে আচমকাই ৮ জুন সুশান্তের ফ্ল্যাট ছাড়েন রিয়া। কারণ হিসেবে পরে পুলিশকে তিনি জানিয়েছিলেন, সুশান্তের সঙ্গে মন কষাকষি হয়েছিল তার। রিয়া আরও জানিয়েছিলেন, এ বছরের শেষেই নাকি সুশান্ত এবং তার বিয়ে হওয়ার কথা ছিল।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top