শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


জায়েদকে ‘বয়কট’ মিশাকে সতর্ক করে চিঠি


প্রকাশিত:
১৬ জুলাই ২০২০ ০০:২৩

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৫:০৯

 মিশা সওদাগর ও জায়েদ খান। ফাইল ছবি

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকাই ছবির অভিনেতা জায়েদ খানকে ‘বয়কট’ ঘোষণা করতে যাচ্ছে চলচ্চিত্রের ১৭ সংগঠন। এছাড়া অনিয়মের অভিযোগে মিশা সওদাগরকেও সতর্ক করে চিঠি দিয়েছে তারা।

জায়েদ খানের বিরুদ্ধে নিয়ম অমান্য এবং চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের উসকানি দেয়াসহ নানা অভিযোগ এনেছে এসব সংগঠন।

মঙ্গলবার এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

তিনি বলেছেন, ১৭ সংগঠনের নেতারা সভা করে এই সিদ্ধান্ত নিয়েছেন যে, বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জায়েদ খানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হবে। তার বিরুদ্ধে নেয়া এই সিদ্ধান্তের ব্যাখ্যাও দেয়া হবে।

সংগঠক ও অভিনেতা জায়েদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে জানিয়ে চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘জায়েদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর যাচাই-বাছাই করেছি আমরা। এ বিষয়ে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেয়া হয়েছে। কিন্তু তিনি ধৃষ্টতা দেখিয়ে আমাদের মিটিংয়ে আসেননি। তাকে দুই বার কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। তিনি সেই চিঠির কোনো উত্তরও দেননি।’

জায়েদ খানের বিরুদ্ধে কি কি অভিযোগ এসেছে সে বিষয়ে প্রযোজক সমিতির সদস্য মোহাম্মদ ইকবাল বলেন, ‘তিনি ক্ষমতার অপব্যবহার করে শিল্পী, কলাকুশলীদের হয়রানি করেছেন, শিল্পীদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন, ইন্ডাস্ট্রির নীতিমালার বিপক্ষেও অবস্থান নিয়েছেন। এমন অনেক অভিযোগ পাওয়া গেছে জায়েদের বিরুদ্ধে।

তার বিরুদ্ধে চলচ্চিত্র উৎসবের অর্থ আত্মসাতেরও অভিযোগ উঠেছে বলে জানান মোহাম্মদ ইকবাল।

এসব অভিযোগের প্রসঙ্গে জায়েদ খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top