আসছে ‘আশিকী থ্রি’
প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২২ ২৩:২৭
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৮:৫১

‘আশিকী’ ও ‘আশিকী টু’র পর এবার আসছে ‘আশিকী থ্রি’। ‘আশিকী’ ও ‘আশিকী টু’ ছবি দুটি ব্যবসায়িক সফলতা পেয়েছিল। ছবির গানগুলোও পছন্দ করেছিলেন দর্শকরা। ‘আশিকী থ্রি’ ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে। কার্তিক নিজেই ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। এখনো চূড়ান্ত হয়নি ছবির নায়িকা ।
রাহুল রায় ও অনু আগরওয়াল অভিনীত আশিকী ছবিটি পরিচালনা করেছিলেন মহেশ ভাট। আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত আশিকী টু পরিচালনা করেছেন মোহিত সুরি।
ভ্যারাইটি সাময়িকী জানিয়েছে, ‘আশিকী থ্রি’ ছবিটি পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা অনুরাগ বসু। ছবির সুরকার হিসেবে থাকবেন প্রিতম। এর আগে অনুরাগের ‘বরফি’, ‘গ্যাংস্টার’, ও ‘লাইফ ইন এ... মেট্রো’ ছবিতেও সুরকার হিসেবে কাজ করেছেন তিনি।
এ বছর বলিউডে একের পর এক ফ্লপ ছবির ভিড়ে কার্তিকের ‘ভুল ভুলাইয়া টু’ ছবিটি ব্যবসায়িক সফলতা পেয়েছে। ছবির সাফল্যের পর একের পর এক ছবির প্রস্তাব পাচ্ছেন তিনি। বর্তমানে বেশ কিছু ছবির কাজ আছে তার হাতে। মুক্তির অপেক্ষায় আছে কার্তিকের ‘শেহজাদা’ ছবিটি।
সম্পর্কিত বিষয়:
ছবি
আপনার মূল্যবান মতামত দিন: