বাড়ির পর মার্সিডিজ কিনলেন দীপিকা-রণবীর
প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২২ ০৪:৪১
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৭:৫০

বলিউড কাপল দীপিকা-রণবীর সিং এবার গাড়ি-বাড়ির দিকে মন দিয়েছেন । কয়েক দিন আগে বিলাসবহুল বাড়ি কিনেছেন। এবার কিনলেন পছন্দের মার্সিডিজ গাড়ি।
কয়েকদিন আগে খবর পাওয়া যায়, আলিবাগে বিলাসবহুল বাংলো কিনেছেন বিরাট কোহলি আর আনুশকা শর্মা। জিরাদ গ্রামের কাছে ৮ একর জমির ওপর অবস্থিত আনুশকা-বিরাটের বাংলো। যার দাম ১৯.২৪ কোটি রুপি। এর কয়েক দিনের মধ্যে জানা গেল দীপিকা-রণবীর কিনলেন নতুন গাড়ি, তাও আবার Mercedes-Maybach GLS600। আগস্টে দীপিকা-রণবীর নতুন বাড়িতে প্রবেশ করেন।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে জানা যায়, মুম্বাইয়ের সবচেয়ে দামি ফ্ল্যাটের মধ্যে একটি কিনেছেন রণবীর সিং। বান্দ্রায় সাগর রেশম হাউজিং সোসাইটির ১৬, ১৭, ১৮ ও ১৯ তলা জুড়ে তাদের নতুন ঠিকানা। বিলাসবহুল সেই আবাসনে রয়েছে ১৯টি গাড়ি পার্ক করার জায়গা। এটি কিনতে মোট ১১৮.৯৪ কোটি টাকা খরচ হয়েছে। যদিও বাড়িটি রণবীর ও তার বাবার নামে।নতুন গাড়িটি রেজিস্টার করা হয়েছে দীপিকা প্রকাশ পাড়ুকোনের নামে। এই গাড়ির বাজারমূল্য প্রায় ৩ কোটি। বলিউডে এই একই গাড়ি ব্যবহার করছেন কৃতি শ্যানন, অর্জুন কাপুর। শুধু রং টা বদলে নীল।
সম্পর্কিত বিষয়:
বলিউড
আপনার মূল্যবান মতামত দিন: