বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


চলতি মাসে মুক্তি "জনি বনাম অ্যাম্বার: দ্য ইউএস ট্রায়াল"


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২২ ০০:১৬

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৫:৫৬

 ছবি : সংগৃহীত

'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো' হিসেবে সারাবিশ্বে নন্দিত হলিউড অভিনেতা জনি ডেপ ও তার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের মধ্যে মানহানি মামলার ব্যাপারে ইতোমধ্যে সবাই জানেন। বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হলেও, শেষ হয়নি বিতর্ক। তাই এখনো এই মামলা নিয়ে জনগণের আগ্রহ তুঙ্গে।

আলোচিত এই প্রাক্তন জুটির মামলা ও সেই সংক্রান্ত গত কয়েক মাসের ঘটনাবলি নিয়ে এ মাসে মুক্তি পাচ্ছে একটি প্রামাণ্যচিত্র।

জানা গেছে, প্রামাণ্যচিত্রটি মুক্তি দিতে যাচ্ছে ডিসকভারি। এই প্রামাণ্যচিত্রের মধ্যে থাকবে এক্সক্লুসিভ সাক্ষাৎকার এবং ডেপ-অ্যাম্বারের মধ্যে কী কী ঘটেছিল তার বিস্তারিত।

"জনি বনাম অ্যাম্বার: দ্য ইউএস ট্রায়াল" শিরোনামের এই ডকুমেন্টারিটিতে ডেপের আইনজীবী, আইন বিশেষজ্ঞ এবং সাংবাদিকদের সাথে সাক্ষাত্কারের পাশাপাশি এই বছরের এপ্রিল এবং জুনের মধ্যে অনুষ্ঠিত বিচারের মধ্যে পর্দার পিছনের ফুটেও থাকছে।

প্রথম পর্বটি ডেপের দিকটাই বেশি দেখানো হবে। যেমন, তার "অপমানজনক শৈশব এবং মাদক নির্ভরতা" এছাড়া এমনকিছু দেখানো হবে, যাতে জনিকে নিজেই গার্হস্থ্য নির্যাতনের শিকার হতে দেখা যাবে।


সম্পর্কিত বিষয়:

অভিনেতা

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top