শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানের জন্মদিন আজ


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২২ ০৩:৩২

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:৫৬

 ছবি : সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন শক্তিশালী অভিনেতা এটিএম শামসুজ্জামান। আজ প্রয়াত এই অভিনেতার ৮২তম জন্মবার্ষিকী । বাংলাদেশের মিডিয়া অঙ্গনে একজন শক্তিশালী অভিনেতা হিসেবে তিনি অমর হয়ে থাকবেন। তিনি একাধারে ছিলেন একজন অভিনেতা, পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপকার ও গল্পকার।

১৯৪১ সালের এই দিনে নোয়াখালীর দৌলতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন এটিএম শামসুজ্জামান।

অভিনয়ের শুরুটা মঞ্চ থেকেই। এরপর চলচ্চিত্র জগতে পা রাখেন কৌতুক অভিনয়শিল্পী হিসেবে। ‘জলছবি’, ‘যাদুর বাঁশি’, ‘রামের সুমতি’, ‘ম্যাডাম ফুলি’, ‘চুড়িওয়ালা’, ‘মন বসে না পড়ার টেবিলে’ চলচ্চিত্রে তাকে কৌতুক চরিত্রে দেখা যায়। অসংখ্য চলচ্চিত্রে খলনায়কের ভূমিকায়ও অভিনয় করতে দেখা গেছে তাকে। ‘নয়নমণি’, ‘লাঠিয়াল’, ‘অশিক্ষিত’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘স্বপ্নের নায়ক’-এর মতো সিনেমাগুলোতে তাকে খল চরিত্রে অভিনয় করতে দেখা যায়।

‘অনন্ত প্রেম’, ‘দোলনা’, ‘অচেনা’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘হাজার বছর ধরে’, ‘চোরাবালি’র মত বেশকিছু চলচ্চিত্রে তিনি পার্শ্বচরিত্রে অভিনয় করেন।

এ ছাড়া পরিচালক উদয়ন চৌধুরী, খান আতাউর রহমান, কাজী জহির, সুভাষ দত্তের সঙ্গে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। একজন লেখক হিসেবেও আত্মপ্রকাশ করেছিলেন এই নন্দিত অভিনয়শিল্পী। কাহিনিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। পেয়েছেন একুশে পদকসহ একাধিক পুরস্কার।

উল্লেখ্য, ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি সবাইকে কাঁদিয়ে গুণী এই অভিনেতা পাড়ি জমান না ফেরার দেশে।


সম্পর্কিত বিষয়:

চলচ্চিত্র

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top