উর্বশীকে চেনেন না নাসিম শাহ
প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২২ ০৫:৪৩
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৭:৪৮

সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। পাকিস্তান দলের পেসার নাসিম শাহকে নিয়ে রোমান্টিকতায় পূর্ণ একটি পোস্টের পর থেকেই চলছে এ আলোচনা।
সম্প্রতি নিজের একটি ভিডিও কোলাজ ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন উর্বশী। ভিডিওর প্রেক্ষাপটে বাজছে আতিফ আসলামের গাওয়া ‘মুসাফির’ গান। ভিডিওটি দেখলে মনে হবে যেন মাঠ থেকে গ্যালারিতে বসে থাকা উর্বশির দিকে তাকিয়েই মুচকি হাসছেন পেসার নাসিম শাহ।
ওই ভিডিওর পর পরই ভারত ও পাকিস্তানের ক্রিকেট ও সিনেপ্রেমীরা উর্বশী ও নাসিমের মধ্যে সম্পর্কের সূত্র খুঁজে বেড়াচ্ছেন। তারা কি চুপিচুপি একে অপরের প্রেমে মগ্ন - সে প্রশ্ন ছিল অনেকের।
তবে এরই মধ্যে সেই সূত্রকে ভেঙে খান খান করে দেন নাসিম শাহ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উল্টো তিনিই জিজ্ঞেস করে বসেন— ‘উর্বশী রাউতেলা কে? আমি তাকে চিনি না।’
সম্পর্কিত বিষয়:
বলিউড
আপনার মূল্যবান মতামত দিন: