যৌন হেনস্থার শিকার অক্ষয় কুমার
প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২২ ০২:২২
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৭:৪৭

বলিউডের ‘হিট ম্যান’ ‘খিলাড়ি’ খ্যাত সুপারস্টার অক্ষয় কুমার। এখনো তিনি নিজেকে ফিট রেখে অনবদ্য সিনেমায় অভিনয় করে যাচ্ছেন। তার বেশির ভাগ সিনেমা বলিউডের বক্স অফিস কাঁপিয়ে দেয়।
তবে সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ‘দ্য হিন্দুস্তান টাইমস’ এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার ছোটবেলা নিয়ে কথা বলেন। তিনি ছোটবেলায় যৌন হেনস্থার শিকার হয়েছিলেন বলে জানান। এই ভয়ঙ্কর ঘটনা বেশ কয়েকবার প্রকাশ্যেও বলেছেন।
২০১৭ সালে মুম্বাইয়ে মানব পাচার নিয়ে এক আন্তর্জাতিক সেমিনারে অতীত জীবনে ঘটে যাওয়া সেই ঘটনার বিস্তারিত জানান তিনি।
অক্ষয় কুমার জানান, ‘আপনারা শুনলে অবাক হবেন। আমি এক ভিন্ন অভিজ্ঞতার কথা বলছি। তখন আমার বয়স খুবই কম। একদিন লিফটম্যান আমাকে খারাপভাবে স্পর্শ করেছিলেন। যেই স্পর্শটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। আমার বাবা-মার সঙ্গে আমি সহজেই মিশতে পারতাম। তারা আমার কথা বিশ্বাস করেছিল। বিষয়টি আমি তাদের জানিয়েছিলাম। পরে ওই ব্যক্তিকে আমাদের এখানে খুঁজে না পেলেও অন্য এক জায়গায় ধরা পড়েন। প্রায়ই ওই ব্যক্তি এ ধরনের আচরণ করতেন।’
তিনি আরও জানান, সন্তানদের কথা মন দিয়ে শোনা উচিত। সন্তানের সঙ্গে এমন সম্পর্ক তৈরি করতে হবে, যাতে বাবা-মাকে তারা সব বলতে পারে। তা না হলে সন্তানরা মানসিকভাবে অসুস্থ হয়ে উঠে।
সম্পর্কিত বিষয়:
বলিউড
আপনার মূল্যবান মতামত দিন: