নির্মাতাকে নিয়ে আক্ষেপ জানালেন হলিউড সুন্দরী স্কারলেট
প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২২ ২৩:১৪
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৮:৩৭

বোমা ফাটিয়েছেন অস্কারজয়ী হলিউড নায়িকা স্কারলেট জোহানসেন। হলিউডে অভিনয় করতে এসে অনেকে হারিয়ে যান। স্কারলেট সেই দলে পড়েননি। তাকে হলিউডের সীমা ছাড়িয়ে অন্য দেশের দর্শকরাও চিনেছেন।
কিন্তু যেভাবে চিনেছেন তা নিয়েই আপত্তি অভিনেত্রীর। দুইবার অস্কারের মনোনয়ন পেয়েছেন হলিউডে ‘সুন্দরী’ বলে পরিচিত এই অভিনেত্রী। তার অভিনয়ও সমালোচকদের প্রশংসা পেয়েছে।
তারপরও সিনেমা জগতে ২৮ বছর কাটিয়ে দেওয়ার পর স্কারলেটের দুঃখ, তিনি যেমন ছবিতে কাজ করতে চেয়েছিলেন, যে ধরনের অভিনয় করতে চেয়েছিলেন, সেই সুযোগ পাননি। কারণ হলিউড প্রথম থেকেই তাকে যৌনতার প্রতিমূর্তি হিসেবে দেখে এসেছে।
তার কাছে মূলত তেমন চরিত্রেই অভিনয়ের প্রস্তাব এসেছে, যেখানে তার রূপের ব্যবহার করা হবে।
সম্পর্কিত বিষয়:
হলিউড নায়িকা
আপনার মূল্যবান মতামত দিন: