আবারও অভিযোগ উঠেছে রণবীরের বিরুদ্ধে
প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২২ ০০:২৯
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:৫৪

নতুন ঝামেলায় ফের জড়ালেন বলিউডের অভিনেতা রণবীর সিং। এর আগেই নগ্ন ছবি বিতর্কে ফেঁসেছিলেন এ অভিনেতা। এক ম্যাগাজিনের জন্য বিবস্ত্র হয়ে ফটোশুট করে আইনের মুখোমুখি হন এ নায়ক। কিন্তু তাতেও টনক নড়েনি তার।
অনেক শখের মধ্যে রণবীরের অন্যতম শখ হচ্ছে দামিদামি বিলাসবহুল গাড়ি কেনা। রণবীরের কালেকশনে রয়েছে অনেক গাড়ি। সম্প্রতি মুম্বাই এয়ারপোর্টে অ্যাস্টন মার্টিন চালিয়ে হাজির হন ‘বাজিরাও মস্তানি’র এ তারকা। বহু বছর আগেই এ বিলাসবহুল চার চাকা কেনেন রণবীর, যার বাজারমূল্য প্রায় চার কোটি রুপি। গত বছর এ গাড়িটিকে আরও রঙচঙ করে তোলেন রণবীর। সাদা গাড়িতে আসমানি নীল রঙ করান।
এবার এক নেটিজেন অভিযোগ তুললেন রণবীরের ৩ কোটি ৯০ লাখ রুপির এই অ্যাস্টন মার্টিনের বীমার মেয়াদ শেষ হয়েছে বহু আগেই। মেয়াদোত্তীর্ণ বীমার গাড়ি নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন রণবীর। প্রমাণসহ রণবীরের গাড়ির একটি বিবরণীর স্ক্রিনশটও তুলে ধরেছেন ওই নেটিজেন, যেখানে দেখা যাচ্ছে— রণবীরের ওই গাড়ির বীমা ২০২০ সালের ২৮ জুন শেষ হয়ে গেছে।
এর পর ওই ইউজার লেখেন— ‘মুম্বাই পুলিশ দয়া করে কঠোর ব্যবস্থা নিন রণবীর সিংয়ের বিরুদ্ধে। ইন্স্যুরেন্স ফেল করা গাড়ি নিয়ে উনি রোববার ঘুরে বেড়িয়েছেন’।
এ অভিযোগ নিয়ে এখনো কোনো কথা বলেননি রণবীর। আগামীতে রণবীরকে দেখা যাবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে। এ ছবিতে ফের একবার ‘গল্লি বয়’ কো-স্টার আলিয়ার সঙ্গে জুটিতে বাধতেঁ চলেছেন। করণ জোহর পরিচালিত এ ছবি মুক্তি পাবে ২০২৩-এর ফেব্রুয়ারিতে। রোহিত শেট্টির ‘সার্কাস’ ছবিতেও দেখা যাবে রণবীরকে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
সম্পর্কিত বিষয়:
রণবীর সিং
আপনার মূল্যবান মতামত দিন: