বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


আজও অনুতপ্ত অমিতাভ বচ্চন


প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২২ ০১:৩১

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১১:৫০

ছবি সংগৃহীত

‘মুকাদ্দার কা সিকান্দার’ সিনেমার সেটে চলছিল পানশালার দৃশ্যের শুটিং। প্রেমিকা অন্যজনের সঙ্গে চলে যাওয়ার খবর শুনে ক্ষিপ্ত অমিতাভ হাতে থাকা গ্লাস ছুড়ে মারবেন— এভাবেই সাজানো ছিল দৃশ্যটি।

কিন্তু বিপত্তি বাধে যখন ছুড়ে মারা গ্লাসটি গিয়ে সোজা বিনোদের থুতনিতে আঘাত করে। ১৬টি সেলাই পড়ে তার মুখে। ঘটনার আকস্মিকতায় ভড়কে যান অমিতাভ। অনুতপ্ত চিত্তে ক্ষমা চান বিনোদের স্ত্রীর কাছে।

সম্প্রতি আবারও ৪৪ বছরের সেই পুরনো ক্ষতভেসে ওঠে অমিতাভ বচ্চনের মানসপটে। এত বছর আগের সেই দুর্ঘটনায় আজও নিজেকে অপরাধী ভেবে অনুতপ্ত হন বিগ বি। ‘কৌন বনেগা কৌড়পতি’-র প্রশ্নকর্তা এদিন ধরা দিলেন উত্তরদাতা হিসেবে।

হট সিটে বসা প্রতিযোগী সুরজ দাস জানতে চান, “মুকাদ্দার কা সিকান্দার’ সিনেমার শুটিংয়ে তিনি কি সহঅভিনেতা বিনোদের দিকে গ্লাস ছুড়ে মেরেছিলেন? সে জন্যই কি বিনোদের মুখে ১৬টি সেলাই করতে হয়েছিল?

এর উত্তরে অমিতাভ ফিরে গিয়েছেন পুরনো কথায়। বলেছেন, ‘হ্যাঁ, ঠিকই বলেছেন। সেটা আমার ভুল হয়েছিল। আর তা নিয়ে আমি খুবই দুঃখিত। আমরা একটা বারে বসে মদ খাচ্ছিলাম। (চিত্রনাট্যে লেখা) আমি জানতে পারি যে, আমার প্রেমিকা অন্য জনের সঙ্গে চলে গিয়েছে। ফলে একটা গ্লাস ছুড়ে মারি। কিন্তু, সেটা গিয়ে সোজা বিনোদের থুতনিতে লাগে। ওর লেগেছিল। আমার খুবই কাছের বন্ধু ছিলেন বিনোদ। আমরা ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। ওর ক্ষতের সেলাই করেছিলেন চিকিৎসকেরা। এরপর আমি ওকে বাড়িতে পৌঁছে দিই। ওই দুর্ঘটনার জন্য ওর স্ত্রীর কাছে ক্ষমাও চেয়েছিলাম।’

উল্লেখ্য, সত্তরের দশকের শেষ দিকে পর্দায় এসেছিল ‘মুকাদ্দার কা সিকান্দার’। সে সিনেমায় অমিতাভের পাশে বিনোদ ছাড়াও ছিলেন রেখা এবং রাখি। দু’জোড়া নায়ক-নায়িকার কেরামতিতে সুপারহিট হয়েছিল সিনেমাটি।


সম্পর্কিত বিষয়:

অমিতাভ বচ্চন

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top