শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


রোহিত শেঠির ‘লেডি সিংহাম’ দীপিকা


প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০২২ ০৫:৫১

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:১৯

ছবি সংগৃহিত

এই ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে রোহিত শেঠির ছবি ‘সার্কাস’। সেই ছবির ট্রেলারে একটি গানে প্রথম দেখা মেলে দীপিকা পাড়ুকোনের। এর আগেও চেন্নাই এক্সপ্রেস ছবিতে একসঙ্গে কাজ করেছেন দীপিকা ও রোহিত। তবে এরই মাঝে বড় ঘোষণা করলেন পরিচালক রোহিত শেঠি। সিংহাম সিরিজের তৃতীয় ছবি ‘সিংহাম এগেইন’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে দীপিকাকে। ছবিতে তিনি হতে চলেছেন লেডি সিংহাম।

রোহিত শেঠি বলেন, ‘সার্কাসের পরেই শুরু হবে সিংহাম ইউনিভার্সের আগামী ছবির কাজ। সেই ছবিতে লেডি সিংহাম হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। সিংহাম এগেইনে তিনিই হচ্ছেন আমার লেডি পুলিশ অফিসার। আগামী বছরই ফের একসঙ্গে কাজ করব আমরা।’

সম্প্রতি ‘কারেন্ট লাগা রে’ গানের লঞ্চে এসে এই ঘোষণা করেন রোহিত শেঠি। সার্কাসের এই গানে অতিথি হিসেবে হাজির থাকছেন অভিনেত্রী। এর আগে রোহিতের চেন্নাই এক্সপ্রেস ছবিতে মিনাম্মা চরিত্রে নজর কেড়েছিলেন দীপিকা। ‘সিংহাম এগেইন’-এ দীপিকার সঙ্গে দেখা যাবে অজয় দেবগনকে। এই প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তারা।

‘সার্কাস’ ছবিতে রণবীর ও দীপিকার গান ‘কারেন্ট লাগা রে’তে নজর কেড়েছে তাদের রসায়ন। এই প্রসঙ্গে রণবীর বলেন, ‘আমরা সেটে একসঙ্গে আসতাম। যখন আমরা একসঙ্গে থাকি তখন খুবই মজা হয়। আমার মনে হয় সেই মুহূর্তটা এনজয় করা উচিত যখন আমরা আমাদের পছন্দের সহ-অভিনেতার সঙ্গে থাকি, যাকে আমরা বিশ্বাস করতে পারি কারণ বিষয়টাই যৌথ। এটা দেওয়া নেওয়ার সম্পর্ক। বিশ্বাসই দুই অভিনেতার রসায়নের ভিত্তি।’

পাশাপাশি রণবীর বলেন যে, ‘দীপিকার চরিত্রটির জন্যই আমি চেন্নাই এক্সপ্রেস হলে গিয়ে দেখেছি তিনবার। ওর কালারফুল ও ভাইব্রেন্ট স্বভাব আমার খুবই পছন্দ। এমনকি ওই ছবিতে ওর কমিক ক্যারেক্টারও আমার খুবই ভালো লেগেছে। কৌতুক করা সবচেয়ে কঠিনতম একটি কাজ। আমি অনেক কমিক চরিত্র করতে চাই। এই মুহূর্তে একমাত্র একজনই আছেন যিনি কমেডি ভালো বানাতে পারেন, তিনি হলেন রোহিত শেঠি।’


সম্পর্কিত বিষয়:

ট্রেলার

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top