রোহিত শেঠির নতুন সিনেমায় রণবীর সিং
প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২০ ২০:৩৮
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:২৮

২০১৮ সালে রণবীর সিং ও রোহিত শেঠি জুটির ‘সিম্বা’ সিনেমা বক্স অফিসে সাড়া ফেলেছিল। শুধু ভারতেই সিনেমাটি আয় করেছিল ২৪০ কোটি রুপি। সিংহম সিরিজের এই সিনেমায় বাজিরাও সিংহমের চরিত্রে ছিলেন অজয় দেবগন।
এবার নতুন খবর হচ্ছে, ‘সিম্বা’র সফলতার পর নতুন সিনেমায় জুটি বাঁধতে চলেছেন রণবীর সিং ও পরিচালক রোহিত শেঠি। তবে এবার কোনো অ্যাকশন সিনেমা নয়, এই জুটি নির্মাণ করতে যাচ্ছে সুপার কমেডি সিনেমা।
সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, রোহিত শেঠি তাঁর ‘গোলমাল’ ও পুলিশের সিনেমার বাইরে প্রথমবার পা রাখতে যাচ্ছেন। তিনি যখন রণবীরকে এই সিনেমার গল্প শুনিয়েছেন, রণবীর উচ্ছ্বসিত হয়েছেন। কারণ, রোহিত শেঠি স্টাইলের কোনো কমেডি সিনেমায় আগে কাজ করেননি রণবীর। রণবীরের সম্মতির পর এখন চলছে সিনেমাটির চূড়ান্ত চিত্রনাট্য লেখার কাজ। তবে সিনেমাটির শুটিং কবে শুরু হচ্ছে, তা জানাতে পারেনি সূত্রটি।
এদিকে ওই সূত্র আরো জানিয়েছে, অজয় দেবগনের শিডিউল জটিলতায় অক্টোবরে শুরু হচ্ছে না ‘গোলমাল ফাইভ’ সিনেমার কাজ। রোহিত এই সিনেমার কাজ শুরু করতে চান ২০২১ সালের শেষের দিকে।
এর আগে রণবীর সিং ও রোহিত শেঠি জুটিকে একাধিক বিজ্ঞাপনে কাজ করতে দেখা গেছে।
সম্পর্কিত বিষয়:
রণবীর সিং
আপনার মূল্যবান মতামত দিন: