জামিল-রোদেলার ‘সিলেটি বউ’
প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২৩ ১৫:৪২
আপডেট:
১৫ নভেম্বর ২০২৩ ০৯:৩৮

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী রোদেলা মির্জা। সম্প্রতি তারা জুটি বেঁধে অভিনয় করেছেন ‘সিলেটি বউ’ নামের একটি একক নাটকে। চয়ন দেব-এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। সম্প্রতি নাটকটির দৃশ্য ধারণ শেষ হয়েছে।
নাটকটি নিয়ে রোদেলা বলেন, ভিন্ন ঘরানার একটি গল্পে কাজ করেছি। চরিত্রের প্রয়োজনে আমাকে পান খেতে হয়েছে। যা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। এত বেশি পান খেতে হয়েছে যে, মুখে কিছু দিতে পারছি না। এর গল্পটি চমৎকার। আশা করছি, নাটকটি প্রচারে এলে সবার ভালো লাগবে।
পরিচালক নাজমুল রনি বলেন, সিলেটি একটি মেয়ের জীবন সংগ্রাম নিয়ে এই নাটকটি নির্মিত হয়েছে। পরিবারের অমতে শহরে এসে বিয়ে করে যে ধরনের সমস্যায় পড়তে সেসব এতে তুলে ধরা হয়েছে। এতে কমেডি-রোমান্টিক একটি গল্প দর্শকেরা দেখতে পাবে।
বিন্দু ভীষণ ইউটিউব চ্যানেলে শিগগিরই নাটকটি প্রচার হবে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: