শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


১৭ দিনে ৫০০ কোটির ঘরে অ্যানিম্যাল


প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২৩ ১০:৪৪

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১০:২১

ফাইল ছবি

অ্যানিম্যাল নিয়ে দর্শকদের উন্মাদনা কিন্তু এখনও কমছে না। বিশেষ করে, যেভাবে ছবি দৌড়ে দৌড়ে ৫০০ কোটির ঘরে প্রবেশ করল, তা দেখে বোঝা দায়, এই ছবির ‘টক্সিসিটি’ নিয়ে এত বিতর্ক হয়েছে।

ছবি জুড়ো হিংসা, মারামারি, যৌনতা। যা দেখে অনেকেই দাবি করছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই সিনেমা ‘বিষাক্ত পৌরুষ’-কে তুলে ধরেছে। যেখানে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তি বাবাকে ভালোবাসার নাম করে একের পর এক খুন করে যায়। দুই নায়িকা তৃপ্তি দিমরি আর রশ্মিকা মন্দনার সঙ্গে আপত্তিকর দৃশ্যও রয়েছে রণবীরের।

তবে সব ধরনের সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যবসা করেই চলেছে অ্যানিম্যাল। মাত্র ১৭ দিনে ভারতের আয়ের ভিত্তিতে ছবি ঢুকে গেল ৫০০ কোটির ঘরে। আপাতত চারটি বলিউড ছবি ৫০০ কোটির ঘরে ঢুকেছে। যার মধ্যে দুটি শাহরুখ খানের, পাঠান আর জওয়ান। এছাড়াও রয়েছে সানি দেওলের গদর-২ ও রণবীর কাপুরের অ্যানিম্যাল।

রোববার রণবীর কাপুরের ছবির সংগ্রহ ১৫ কোটি। আর ভারতের বাজারে অ্যানিম্যালের মোট আয় ১৭ দিনে ৫১২.৯৪ কোটি। অর্থাৎ প্রায় ছুঁইছুঁই পাঠান আর গদর ২-কে।


সম্পর্কিত বিষয়:

অ্যানিম্যাল

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top