বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


১২ বছরের লিভ-ইন সম্পর্কের পর বিয়ে করলেন ‘বার্বি’ নির্মাতা


প্রকাশিত:
২০ ডিসেম্বর ২০২৩ ১৭:২৩

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৬:৫১

ফাইল ছবি

দীর্ঘ ১২ বছরের লিভ-ইন সম্পর্কের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ‘বার্বি’ নির্মাতা এবং অভিনেত্রী গ্রেটা গারউইগ ও মার্কিন নির্মাতা নোয়া বাউমবাখ।

মার্কিন ম্যাগাজিন পেজ সিক্স-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহ্যবাহী নিউইয়র্ক সিটি হলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই জুটি। যদিও এ বিষয়ে নিজেদের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি গ্রেটা-নোয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, স্কার্ট ও জ্যাকেটে বিয়ের সাজে গ্রেটাকে অসাধারণ লাগছিল। একইসঙ্গে নোয়াকে হ্যান্ডসাম দেখাচ্ছিল কালো রঙের স্যুটে।

গ্রেটা গারউইগ ও নোয়া বাউমবাখের পরিচয়টা ২০১০ সালে। নোয়া যখন গ্রিনবার্গ’ সিনেমাটি পরিচালনা করেন তখনই গ্রেটার সঙ্গে তার পরিচয়। এরপরের বছর থেকেই একসঙ্গে থাকতে শুরু করেন এই জুটি। ২০১৯ সালে নোয়ার সন্তানের মা হন গ্রেটা। তাদের পুত্রসন্তানের নাম হ্যারল্ড রাফ।

এদিকে, গত জুলাইয়ে গ্রেটা জানান আবারও মা হতে চলেছেন তিনি। দ্বিতীয় সন্তানকে বরণ করে নিতে প্রস্তুত এই তারকা যুগল। এর মধ্যেই বিয়ে সেরে নিলেন জনপ্রিয় দুই নির্মাতা।

 


সম্পর্কিত বিষয়:

বার্বি অভিনেত্রী

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top