শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


নির্মাতা নোমানকে বাঁচাতে প্রধানমন্ত্রীর সহায়তা চাইছে পরিবার


প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২৩ ১১:১৫

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০১:৩০

ফাইল ছবি

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন নাটক ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ নোমান।

বর্তমানে হাসপাতালটির আইসিইউতে ভর্তি আছেন তিনি। পরিবার, নিকটাত্মীয় ও বিভিন্ন সংগঠনের সহযোগিতায় চলছে তার ব্যয়বহুল চিকিৎসা। যা সময়ের সঙ্গে সঙ্গে কঠিন থেকে কঠিনতর হচ্ছে। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে নোমানের পরিবারও এখন নিঃস্ব প্রায়। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন তারা।

এই নির্মাতার পরিবার জানান, নোমানকে বাঁচাতে উন্নত চিকিৎসার প্রয়োজন। যেটার ব্যয়ভার আমাদের পক্ষে বহন করা সম্ভব নয়। আমরা প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি। এ মুহূর্তে তার সহযোগিতা পারে বাবাকে তার সন্তানের কাছে, স্বামীকে তার স্ত্রীর কাছে ফিরিয়ে আনতে।

মোহাম্মদ নোমানের চিকিৎসায় সমাজের বিত্তবান মানুষদের কাছ থেকেও সহযোগিতা কামনা করেছেন নির্মাতার পরিবার।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top