শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


সংসার জীবনের ২৭ বছরে নাইম-শাবনাজ


প্রকাশিত:
৬ অক্টোবর ২০২০ ০২:৫৮

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৩৬

ছবি-সংগৃহীত

১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্যে দিয়ে রূপালি পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন খাজা নাইম মুরাদ তথা চিত্রনায়ক নাইম ও চিত্রনায়িকা শাবনাজ। এরপর আরও বহু সিনেমায় জুটি বেঁধেছেন তারা।

সেখান থেকেই জীবনের জুটিও হয়েছেন এই তারকা দম্পতি।

১৯৯৪ সালের ৫ অক্টোবর নাইম-শাবনাজ বিয়ে করেন। সোমবার তারা সংসার জীনের ২৬ বছর পূর্ণ করলেন, পা দিলেন ২৭ বছরে। তাদের দীর্ঘ সংসার জীবন শোবিজের অন্যতম একটি উদাহরণ।

নাইম-শাবনাজ জানিয়েছেন, করোনার কারণে বিশেষ এই দিনে তাদের কোনো পরিকল্পনা নেই। তবে ঘরোয়াভাবে দিনটি তারা উদযাপন করছেন।

নাইম বলেন, আল্লাহর দরবারে অনেক শুকরিয়া তিনি আমাদের দুই মেয়ে নামিরা ও মাহদিয়াসহ আমাদের ভালো রেখেছেন। এভাবে বাকি জীবন যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাইছি। দুই মেয়ের সঙ্গে নাইম ও শাবনাজ

শাবনাজ বলেন, আমরা একে অপরের সুখে-দুঃখে সবসময় পাশে থেকেছি। আমরা সুন্দর একটি জীবন গড়েছি, সুখী একটি পরিবার গড়েছি। আলহামদুলিল্লাহ। এখন সন্তানদের ঘিরেই আমাদের যত স্বপ্ন।

প্রায় দুই দশক ধরে অভিনয়কে বিদায় জানিয়েছেন নাইম-শাবনাজ। তবে মাঝে মধ্যে সিনেমার নানা অনুষ্ঠানে দেখা যায় তাদের।

নাইম-শাবনাজ অভিনীত সর্বশেষ সিনেমা ‘ঘরে ঘরে যুদ্ধ’ মুক্তি পায় ২০০১ সালে। এছাড়া এই জুটির উল্লেখযোগ্য সিনেমায় তালিকায় রয়েছে- ‘চোখে চোখে, ‘সোনিয়া’, ‘দিল’, ‘টাকার অহংকার’, ‘লাভ’, ‘অনুতপ্ত’, ‘জিদ’, ‘বিষের বাঁশি’, ‘ফুল আর কাঁটা’, ‘সাক্ষাৎ’ ‘আশা-ভালোবাসা’, ‘আঞ্জুমান’, ‘মায়ের অধিকার’, ‘জজ-ব্যারিস্টার’ইত্যাদি।

নাঈম প্রযোজিত একমাত্র সিনেমা ‘আগুন জ্বলে’।


সম্পর্কিত বিষয়:

সিনেমা

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top