বিয়ে প্রসঙ্গে যা বললেন ফারিয়া
প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২৪ ১৬:৩৮
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৫:১৭

২০২২ সালে অভিনেত্রী নুসরাত ফারিয়া জানিয়েছিলেন, বাগদান হলেও প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বিয়েটা হচ্ছে না। গত বছর জানান, বিয়ে পরেও করা যাবে। আর এ বছরের শুরুতেই ভাবছেন, বিয়ে নিয়ে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
নতুন বছরে বিয়ের পরিকল্পনা আছে কি না—জানতে চাইলে ফারিয়া বলেন, ‘এ বছর অন্য কোনো দিকে তাকানোর সময় নেই। প্রেম, বিয়ে এমন কোনো সম্পর্কেই জড়াতে চাই না। বিয়ের চিন্তা-ভাবনা করলেও সেটি আগামী বছর। আমি জানি, এ বছরও বিয়ে নিয়ে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। তাই আগে থেকেই জানিয়ে দিলাম, চলতি বছর বিয়ের কোনো পরিকল্পনা নেই। ২০২৪ সালটি শুধুমাত্র কাজের মধ্যেই থাকতে চাই। এর বাইরে আর কিছুই না।’
২০২৪ সালে সম্পূর্ণ মনোযোগ কাজে দিতে চান উল্লেখ করে তিনি বলেন, ‘নতুন বছরে মূল ফোকাস থাকবে ক্যারিয়ারে। এ বছর দর্শকদের ভালো কিছু কাজ উপহার দিতে চাই। যা দর্শকদের কাছে নতুন এক ফারিয়ার পরিচয় করিয়ে দেবে।’
গত বছর মুক্তি পেয়েছে ফারিয়া অভিনীত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে তিনি অভিনয় করেছেন শেখ হাসিনার চরিত্রে। ছবিটিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদ, জায়েদ খান, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদসহ দেশের শতাধিক শিল্পী।
আপনার মূল্যবান মতামত দিন: