বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


আমিরকন্যার বিয়েতে বড় দায়িত্ব পালন করলেন সালমান


প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২৪ ১৯:২৭

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৬:০৯

ফাইল ছবি

শরীরচর্চার প্রশিক্ষক নূপুর শেখরের সঙ্গে এক বছর হলো বাগদান সম্পন্ন হয়েছে আমির খানের কন্যা ইরা খানের। এবার বাজল বিয়ের বাদ্য। আজ বুধবার বিয়ের পিঁড়িতে বসেছেন আমিরকন্যা। এই বিয়েতে বড় এক দায়িত্ব পালন করেছেন সালমান খান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ইরা খানের বিয়ের আসর বসেছে মুম্বাইয়ে তাজ ল্যান্ডস হোটেলে। তার আগে গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে তার গায়ে হলুদের অনুষ্ঠান। সেখানেই বড় দায়িত্ব পালন করেছেন ভাইজান। আমিরের কন্যার গায়ে হলুদের আয়োজন নিজের বাড়িতে করেছিলেন তিনি।

এতে উপস্থিত ছিলেন আমিরের প্রাক্তন দুই স্ত্রী অর্থাৎ ইরার মা রিনা দত্ত এবং আামিরের দ্বিতীয়া স্ত্রী কিরণ রাও। দুজনকে একই সাজে একইসঙ্গে দেখা গেছে তাদের।

অন্যদিকে ইরার পরনে ছিল সাদা-কালো রঙের শার্ট আর সঙ্গে মিনি স্কার্ট। মুখে মেকআপের লেশমাত্র ছিল না। আর আমির পরেছিলেন কালো রঙের টি-শার্ট। বরপক্ষ এবং কনেপক্ষের জন্যই এই আয়োজন করেছিলেন সালমান। যদিও এই প্রাক্‌-বিবাহের অনুষ্ঠানের ছবি এখনও প্রকাশ্যে আসেনি।

বাগদানের আগে টানা দুই বছর নূপুরের সঙ্গে প্রেম করেছেন ইরা। প্রেম ও প্রেমিক নিয়ে কোনো রাখঢাক ছিল না তার। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের বাহুবন্দী হয়ে উপস্থিত হতেন তারা। কখনও পরিবারের সঙ্গে আবার কখনও দুজনের একান্তে কাটানো মুহূর্তে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top